বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার প্রকাশ্যে এল আরও এক হবে বড় অভিযোগ, উত্তরবঙ্গে প্রায় ৫০ কোটি টাকা দুর্নীতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা উঠলে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি।
অভিযোগ উঠেছিল ‘আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি’ নামে একটি সংগঠন ওই জেলার বহু মানুষের টাকা আত্মসাৎ করেছে। এরপরেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। বিগত তিন বছর ধরে ওই আর্থিক তছরুপের তদন্ত চালিয়ে যাচ্ছে সিআইডি।
ওই সংস্থার পাঁচ কর্তাকে গ্রেফতার করা হলেও এখনও কোনো সুরাহা হয়নি। আগামী ১২ অক্টোবর দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিকে পৃথকভাবে এই তদন্তের রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে আদালত।