সম্প্রতি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছিলেন। এবার ঘোষণা মতোই হলো কাজ। পূর্ব প্রতিশ্রুতি মতোই আসন্ন বৃহস্পতিবার থেকেই চালু হয়ে গেল দেশের প্রথম ইলেকট্রনিক ফেরি ভেসেল। কলকাতার মিলেনিয়াম পার্কের আউট্রাম ঘাট থেকে পতাকা উঁচিয়ে এই অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের মধ্যে বাংলায় প্রথমবার চালু হলো এই বিদ্যুৎ চালিত ভেসেল। এই ভেসেল বানাতে রাজ্যের মোট খরচ হয়েছে ৬ কোটি টাকা। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই-ভেসেলটি তৈরির দায়িত্ব ছিল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স-এর ওপর। এই ই-ভেসেলে এসি এবং নন এসি দুটো বিভাগই রয়েছে। এর মধ্যে এসিতে ৩০ জন যাত্রী এবং নন এসিতে ৬২ জন যাত্রী উঠতে পারবেন।
মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করবে এই ইলেকট্রনিক ফেরি ভেসেলটি। আগামী দিনে পরিবেশের কথা মাথায় রেখে ডিজেল চালিত লঞ্চ কমিয়ে এই বিদ্যুৎ চালিত ভেসেল চালানোর ব্যাপারে চিন্তা ভাবনা করছে রাজ্য।