আবারও বদল আসছে দেশের করোনা গ্রাফে

একটু একটু করে সুস্থতার পথে হাঁটছে দেশ। গত কদিন ধরেই দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় পতন ঘটেছিল। কিন্তু বাড়লো চিন্তা। ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এর থেকেই স্পষ্ট হল যে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা যে একেবারেই সহজ নয়। সংকট কাটেনি এখনও পুরোপুরি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন। গত একদিনে মৃতের সংখ্যা ১০০৫। দেশে প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬১,৫৮৮। অর্থাৎ গতকাল ১৩,৮০৭ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমেছে। গতকালের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।  

এখনও পর্যন্ত দেশে ৩৩.৫৭ কোটিরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। বুধবার যদিও মাত্র ২৭ লক্ষ মানুষ টিকা নেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের পরিসংখ্যান জানান দিচ্ছে, বুধবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ১,৪৭৮ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন।