দিন প্রতিদিন দেশ এগিয়ে চলেছে অগ্রগ্রতির দিকে এগিয়ে চলেছে দেশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি সড়কপথে দেশের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তুলতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন। গড়করি জানিয়েছেন, আমাদের দেশে সেই দিন খুব বেশি দূরে নেই যখন মানুষ বিমানবন্দরে যেতে ড্রোন ব্যবহার করবে।
অর্থাৎ, মানুষ ড্রোনে বসেই শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। এছাড়াও, তিনি বেঙ্গালুরুর একটি পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন। যেখানে ড্রোন প্রযুক্তির মাধ্যমে বাস আকাশে ওড়ানোর পরিকল্পনা চলছে। যেটিতে একসাথে প্রায় ২৫০ জন যাতায়াত করতে পারবেন।
পাশাপাশি, ড্রোনের মাধ্যমে ২০০ কেজি পর্যন্ত পণ্য বহন করা হবে। এজন্য তিনি বলেন, সেই দিন বেশি দূরে নয় যেদিন মানুষ ড্রোন ব্যবহার করেই নাগপুরের শক্করধারা থেকে রেলস্টেশন ও বিমানবন্দরে যাবেন।