করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছে দেশ ও রাজ্য

আবার নিম্নমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। ওঠা পড়া লেগেই আছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩। সংক্রমণের সঙ্গে কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত তিন দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪১৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৯০৯ জন। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও।

অন্যদিকে করোনার দৈনিক সংক্রমন রুখতে বিগত আড়াই মাস সময় ধরে গোটা রাজ্য জুড়ে চলছে করা বিধিনিষেধ। এর সুফল মিলছে রাজ্যে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাংলা। গত ২৪ ঘণ্টায়ও নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩৮,৫৬৩। একইভাবে নিম্নমুখী মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে ১২ জন রাজ্যবাসীর।

এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩০৩ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭০৯ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১০,২৩০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ১২৪ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৩,৮৭,১৫৭ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।