দল বদলের আবহে দল ত্যাগের থেকে ইস্তফা দিলেন পুরসভার চেয়ারম্যান প্রণব কর। একই সঙ্গে সরে দাঁড়ালেন কাউন্সিলর পদ থেকে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে পৌরসভা এলাকায়।
এদিন প্রণববাবু সিউড়ি এসডিও অফিসে আসেন এবং সেখানে নিজের চেয়ারম্যান ও কাউন্সিলর পর থেকে পদত্যাগের জন্য ইস্তফা পত্র প্রদান করেন। যদিও তিনি যাবতীয় জল্পনার অবস্থান টেনে জানান শারীরিক ও পারিবারিক সমস্যার কারণেই তার এই পদত্যাগ।
অন্যদিকে এই কাউন্সিলর তথা চেয়ারম্যান আবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই পরিচিত। গত বছর অগাস্ট মাস থেকে গরু পাচার মামলায় জেলে রয়েছেন কেষ্ট। শোনা যায় অনুব্রত জেলবন্দী হওয়ার পর একের পর থেকেও নাকি একের পর এক অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের দল থেকে ছেঁটে ফেলা হচ্ছে। এই আবহে এবার প্রণব করের এমন সিদ্ধান্ত নতুন করে জল্পনার সৃষ্টি করছে রাজনৈতিক মহলে।