বড়োসড়ো স্বস্তি মিলল আজকের দেশের করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। একদিনে করোনার বলি ২৫২জন। গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১৪ হাজারের কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। এর মধ্যে দেড় লক্ষাধিক কেরলে।
শুধু দৈনিক সংক্রমণই নয়, দেশের কোভিড গ্রাফ ভালভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, মঙ্গলবার অনেকটা কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্য়াও। সোমবারও যা ছিল ৩ লক্ষ ১৮ হাজারের বেশি, মঙ্গলবার তা নেমে এল ৩ লক্ষ ৯ হাজারে। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫৭৫। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৩ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার ৫৩৪। এর মধ্যে অবশ্য ৩ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৭৪ জনই সুস্থ হয়ে ফিরেছেন। মহামারীতে প্রাণ হারিয়েছেন দেশের ৪ লক্ষ ৪৫ হাজার ৩৮৫জন। এদিকে, টিকাকরণ নিয়েও সন্তোষ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা টিকা পেয়েছেন দেশের ৯৬ লক্ষ ৮৬ হাজার ৭৭৮ জন। এখনও পর্যন্ত মোট ৮১ কোটি ৮৫ লক্ষ ১৮ হাজার ৮১৩ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই।