রতন টাটার জীবনী প্রকাশের স্বত্ব হার্পারকলিন্সের হাতে

ড. থমাস ম্যাথু রচিত ‘রতন এন টাটা: দ্য অথরাইজড বায়োগ্রাফি’ গ্রন্থটি প্রকাশের ‘গ্লোবাল রাইট’ পেয়ে গেল হার্পারকলিন্স। বিশ্বজুড়ে গ্রন্থটি প্রকাশিত হবে ২০২২-এর নভেম্বরে। হার্পারকলিন্স ইন্ডিয়ার পক্ষে উদয়ন মিত্র লেবিরিন্থ লিটারারি এজেন্সির অনীশ চন্ডীর কাছ থেকে গ্রন্থটি প্রকাশের বিশ্বব্যাপী স্বত্ব (গ্লোবাল রাইটস) গ্রহণ করেছেন। হার্পারকলিন্স ইন্ডিয়া ইংরেজি ও প্রধান ভারতীয় ভাষাগুলিতে গ্রন্থটি প্রকাশ করবে, আমেরিকায় প্রকাশ করবে হার্পারকলিন্স লিডারশিপ ও যুক্তরাজ্যে প্রকাশ করবে উইলিয়াম কলিন্স।

রতন টাটার নেতৃত্ত্বে টাটার বাণিজ্যিক সাম্রাজ্য বিশ্বপরিচিতি লাভ করেছে। তাঁর আমলে টাটার অধিকারে আসে টেটলি টি, জাগুয়ার ল্যান্ড রোভার, কোরাস স্টিল ইত্যাদি নামী কোম্পানি। বর্তমানে টাটা গ্রুপ ভারতের সবথেকে মূল্যবান ব্র্যান্ড যার পরিচিতি ছড়িয়ে রয়েছে পৃথিবীর অন্যান্য দেশেও। টাটার ‘মার্কেট ক্যাপিটাল’ ২৫০ বিলিয়ন ডলারেরও বেশি এবং ১০০টি দেশে তাদের কর্মীর সংখ্যা ৭৫০,০০০ জনেরও বেশি।

ড. থমাস ম্যাথু রতন এন টাটার জীবনীগ্রন্থে তাঁর বড় হয়ে ওঠার অনেক অজানা তথ্য জানিয়েছেন। যেমন আমেরিকায় তাঁর ছাত্রজীবন, ভারতে ফিরে আসা এবং টাটা গ্রুপের দায়িত্ত্ব গ্রহণের প্রথমদিকের নানা অজানা কথা।