অপরাধ মূলক কাজের ওপর নজরদারি চালাতে চালু হলো কন্ট্রোল রুম

বিগত কয়েক মাস থেকে চলা জলপাইগুড়ি শহরে প্রকাশ্যে চুরি ছিনতাই এর ঘটনা রুখতে আরও শক্তিশালী পদক্ষেপ নিলো জেলা পুলিশ, গোটা শহরকে মুড়ে ফেলা হলো সিসি ক্যামেরার নজরে, চালু হলো কন্ট্রোল রুম। জনগণের হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হল।

জলপাইগুড়ি থানা লাগোয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হল সিসি ক্যামেরায় ধরা পড়া শহরের প্রতিমুহূর্তের ছবি পর্যবেক্ষণ করার জন্য কন্ট্রোল রুম। তার সাথেই অনুষ্ঠান মঞ্চ থেকে শহরের বিভিন্ন নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে ন্যায্য ব্যাক্তির হাতে তুলে দেওয়া হলো।

এদিনের সদর ট্রাফিক আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জলপাইগুড়ির বিধায়ক ডাঃ পি কে বর্মা, জলপাইগুড়ির  রেঞ্জ ডি আই জি, অমিত পি জাভালগি, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জলপাইগুড়ি পুরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল এবং ভাইস চেয়ারম্যান সৈকত চাটার্জ্জী।