সম্মেলনে যোগ দিয়েছে G20 দেশের প্রতিনিধি ও ব্যবসায়ীরা

শুক্রবার থেকে মণিপুরের রাজধানী ইম্ফলে শুরু হয়েছে B20 (Business20) সম্মেলন। এই সম্মেলনে G20 সদস্য দেশগুলির প্রতিনিধি সহ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতে B20-এর চারটি সম্মেলন অনুষ্ঠিত হবে। যার মধ্যে এটি প্রথম। তিন দিন ধরে চলবে এই সম্মেলন।

‘আইসিটি, মেডিকেল ট্যুরিজম, হেলথ কেয়ার প্রভৃতির ওপর এদিন আলোচনা হয়।  কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) বিদেশ মন্ত্রক এবং G20 সচিবালয়ের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।এই অধিবেশনে মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ, কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মুখ্যমন্ত্রী বীরেন সিং রাজ্যের জন্য দেশ এবং বিদেশ থেকে বিনিয়োগ পাওয়ার এক অনন্য সুযোগ হিসাবে B20 আয়োজনকে স্বাগত জানিয়েছেন। বলাবাহুল্য, বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু গভর্নমেন্ট মিটিংয়েও যুক্ত থাকবেন মুখ্যমন্ত্রী।