সংকটময় পরিস্থিতিতে করোনায় মৃত কর্মীদের পরিবারের জন্য এক বড় উদ্যোগ নিল কোম্পানি

করোনার জেরে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। এই মহামারীর কারণে বহু পরিবার হয়েছে উপার্জন হারা। বহু পরিবারের এইমাত্র উপার্জিত ব্যক্তিচলে গেছে করোনার প্রকোপে, দিশেহারা হয়েছে অনেক পরিবার। এই পরিস্থিতিতে দেশের এই প্রথম কোনও বেসরকারি, কর্পোরেট সংস্থা এমন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। বড় ঘোষণা করল টাটা স্টিল। ঘোষণা করেছে, করোনায় কোনও কর্মীর মৃত্যু হলে ওই কর্মীর অবসর গ্রহণের বয়স পর্যন্ত পুরো বেতন পাবে পরিবার। এছাড়া মৃত কর্মীর সন্তানদের লেখাপড়ার পুরো ব্যবস্থা করবে টাটা স্টিল। ডিউটি চলাকালীন কোনও শ্রমিকের মৃত্যু হলে তার সন্তানদের স্নাতক পর্যন্ত পড়াশুনার পুরো খরচ বহন করবে কোম্পানি। পাশাপাশি, এই পরিবারগুলিকে যাবতীয় চিকিৎসা ও কোয়ার্টারের সুবিধাও দেবে কোম্পানি।

কর্মীদের ভবিষ্যৎ উন্নত করতে কোম্পানি সমস্ত রকম ভাবে চেষ্টা চালাচ্ছে। এক ধাক্কায় পরিবারের রোজগার অনেকটা কমে গেলে খুব স্বাভাবিকভাবেই চরম দুর্দশায় পড়তে হয় একটা গোটা সংসারকে। সেই সমস্ত দিক বিচার বিবেচনা করেই এ বার প্রশংসামূলক এই পদক্ষেপ গ্রহণ করল টাটা স্টিল। টাটার তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে এই খবর। সেই ট্যুইটে তারা জানিয়েছে, একটি সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে। আর তাতে করোনায় মৃত কর্মীদের পরিবারের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর চেষ্টা করবে টাটা স্টিল। শুধু তাই নয়, দেশের অন্যান্য বেসরকারি কোম্পানিকেও তারা অনুরোধ জানিয়েছে এ ভাবেই সকলের পাশে দাঁড়ানোর।