সবদিক বিবেচনা করে ভোট পরবর্তী হিংসার ঘটনায় পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে জলঘোলা কম হয়নি। ভোট পরবর্তী অশান্তির জেরে ঘর ছাড়া মানুষদের ফেরাতে এবার নতুন কমিটি গঠন করল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে এই কমিটি গড়তে হবে। জানানো হবে কত মানুষ ঘরে ফিরতে পারেননি। এই কমিটিতে থাকবেন রাজ্য ও কেন্দ্রের মানবাধিকার কমিশনের সদস্য ও রাজ্য লিগ্যাল সার্ভিস কমিটির সদস্য।
এই কমিটি ঘরছাড়াদের বাড়ি ফেরাতে সাহায্য করার সঙ্গেই হাইকোর্টের কাছে রিপোর্টও জমা দেবে। আদালত জানিয়েছে যে, যারা ভোট পরবর্তী হিংসার পর ঘরছাড়া তাঁদের রাজ্যের লিগান সার্ভিস কর্তৃপক্ষকে একটি মেল পাঠাতে হবে। এরপর সেই মেলের ভিত্তিতে থানাগুলিকে প্রয়োজনে কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। স্থানীয় থানার সঙ্গে সমন্বয় সাধন করেই ঘর ছাড়াদের ফেরানো হবে বলে উল্লেখ করা হয়েছে৷ পরিচয়পত্র দেখার পরেই ঘরে ফেরানো হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের৷
গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়। তারপর থেকে রাজ্যে হিংসার আবহ তৈরি হয়েছে বলে অভিযোগ। রাজনৈতিক হিংসার এই ঘটনায় বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্তের আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্টে এই মর্মে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিস দেওয়া হয়।