বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। জানা গিয়েছে, শেষ কয়েক দিন বিপুলভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকটি শহরে। এমনকি পরিস্থিতি এমনই যে, হাসপাতালের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এই পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছে ভারতও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা জারি করেছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করলেন। আর তার সঙ্গে একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী করোনা বিষয়ক এক নজরদারি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ওই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিবকে। এছাড়াও ওই কমিটিতে করোনা চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে এমন কোভিড বিশেষজ্ঞদের রাখা হবে বলে জানা গিয়েছে। কোভিড পরিস্থিতির বিষয়ে ভবিষ্যতে কী কী নির্দেশিকা জারি করা যেতে পারে সেই সংক্রান্ত আলোচনা খুব শীঘ্রই করবে এই কমিটি। অনুমান করা হচ্ছে, আগের মতো আবার মাস্ক পরা, পারস্পরিক দূরত্বের ওপর জোর দেওয়ার মতো বিষয়ে নজর দেওয়া হবে।