ক্লাস্টার মিট আয়োজন করলো ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ব ভারত শাখা

ব্যাংকের বেসরকারিকরনের বিরোধিতা করে ও নানা দাবি নিয়ে ক্লাস্টার মিট আয়োজন করলো ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ব ভারত শাখা। শনিবার শিলিগুড়ির একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে মূলত ব্যাংকের বেসরকারিকরণের বিরোধিতা করে যে আন্দোলন তার রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

জানা গিয়েছে, বেসরকারিকরণের বিরোধিতা,পুরোনো পেনশন স্কীম ফেরত আনা,গ্রামে ব্যাংকের শাখা বাড়ানো ইত্যাদি দাবি নিয়ে আগামী ৩০ ও ৩১ শে জানুয়ারি বন্ধ ডাকার কথা ছিল। তবে, তার আগে RBI এর সঙ্গে আলোচনায় তাদের দাবি পূরণের আশ্বাস পেতেই সেই বন্ধ থেকে তারা বিরত থাকছে। কিন্তু বেসরকারিকরণের বিরোধিতা করে তাদের ধারাবাহিক আন্দোলন চলবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, ব্যাংকের বেসরকারিকরণ করা হলে ব্যাংক কর্মীদের পাশাপাশি গ্রাহকদেরও নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে। এই বিষয় নিয়ে গ্রাম সভা আয়োজন করা হবে। গ্রামে গঞ্জে মানুষদের এই বিষয়ে বোঝানো হবে।তাদের লাগাতার আন্দোলনের দরুন কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ব্যাংকের বেসরকারিকরন করতে পারছে না। ফলে এই আন্দোলন দেশ জুড়ে লাগাতার চলবে বলে তিনি জানান।