মাঘের শীতে কাঁপলো শহর জলপাইগুড়ি

মাঘের শীতে কাঁপলো শহর জলপাইগুড়ি। মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি শহর। জাঁকিয়ে শীত জলপাইগুড়িতে। ঠান্ডায় কাবু আট থেকে আশি প্রত্যেকেই। বেশ কয়েকদিন থেকে এধরনের আবহাওয়া জলপাইগুড়ি জেলা জুড়েই। সকাল থেকে সূর্যের দেখা নেই। বহু মানুষ রাস্তার ধারে আগুন তাঁপিয়ে শরীরের তাপমাত্রা বাড়িয়ে নিচ্ছেন। বেলা বাড়লেও তাপমাত্রা তেমনভাবে কিছুই বাড়েনি।