খুলতে পারে বাচ্চাদের স্কুল, ইঙ্গিত মিলছে তারই

দেশে দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়েছে অনেকটাই। কিন্তু এরই মাঝে আগামী কয়েক মাসের মধ্যে করোনাভাইরাস তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভনা অনেক বেশি। কিন্তু এই আবহেই প্রাথমিক স্কুল খোলার কথা চিন্তা ভাবনা করার পরামর্শ দিল সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। আইসিএমআর যেমন জানাচ্ছে ঠিক এমনই মন্তব্য করেছেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। সম্প্রতি এইমস প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, শিশুদের শরীরে ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা যেতেই পারে।

দাবি করা হচ্ছে, প্রাপ্ত বয়স্কদের শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে, শিশুদের ক্ষেত্রেও একই মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই আবার স্কুল খোলার চিন্তাভাবনা শুরু করা উচিত রাজ্য প্রশাসন গুলির। তিনি ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, দেশের যে সমস্ত জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের কম এবং যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা ন্যূনতম, সেই সমস্ত এলাকায় ধাপে ধাপে স্কুল খোলা যেতে পারে। কারণ পড়ুয়াদের ভবিষ্যতের দিকে নজর দিতে হবে বলে স্পষ্ট করছেন তিনি। তবে যদি স্কুল খোলার পর সংক্রমণ কোন ভাবে বৃদ্ধি হয় তাহলে স্কুল বন্ধ করে দিতে হবে বলেও জানিয়ে রাখছেন তিনি।