দুর্যোগ কাটতেই দিঘায় যশ বা ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল ঝড়ে বিধ্বস্ত দিঘা। শুধু দিঘা নয়, কার্যত ভেসে গিয়েছ মন্দারমণি, শঙ্করপুরও। অন্য দিকে রাজ্যে পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম আকর্ষণ দিঘা। তাই সৈকত নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘূর্ণিঝড় বিধ্বস্ত দিঘাকে ফের ঢেলে সাজানোর জন্য বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। অন্যদিকে দিঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ ফাঁকা পড়ে আছে। সেই দায়িত্ব দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। দ্রুত দিঘাকে পর্যটকদের জন্য সাজিয়ে তোলার নির্দেশ দিলেন তিনি।
এবার কাজ হবে তাঁর নেতৃত্বে। দিঘাকে যাতে সুন্দরভাবে সাজিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই কারণেই প্রশাসনিকভাবে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বাংলার সর্বাধিক জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রকে পুনরায় স্বাভাবিক চেহারায় ফিরিয়ে আনতে কাজ শুরু করে দিল প্রশাসন। ইতিমধ্যে দিঘাতে নামানো হয়েছে সেনা। কাজ করছে বিপর্যয় বাহিনী। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর কাজ।