আজ থেকেই সফর শুরু মুখ্যমন্ত্রীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ বাংলায় উত্তাপ বাড়ছে পঞ্চায়েত ভোট নিয়ে। আর কয়েক সপ্তাহ পর ভোট নিয়ে প্রাথমিক ঘোষণাও হয়ে যাওয়ার সম্ভাবনা। এই আবহে জানা গেল, ফের একবার জেলা সফর করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহ থেকেই বঙ্গ সফর শুরু হওয়ার কথা মমতার।

সূত্র মারফৎ জানা গিয়েছে, আজ অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে বাংলার জেলা সফর শুরু করবেন তিনি। প্রথমে মুর্শিদাবাদ, তারপর আলিপুরদুয়ার হয়ে পরে ১৮ তারিখ মেঘালয়ে যাওয়ার কথা তাঁর। এরপর ১৯ তারিখ আবার আলিপুরদুয়ার ফিরে প্রশাসনিক সভা করবেন তিনি। বিশেষ কোনও পরিস্থিতি সৃষ্টি না হলে আপাতত এই কর্মসূচি হিসেবেই কাজ হবে। ইতিমধ্যেই পঞ্চায়েক ভোটকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করছে রাজ্যের জায়গায় জায়গায়। তবে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাদের সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে।

এই কর্মসূচি পালনের মধ্যেই দত্তপুকুরে ঘটে গিয়েছে বড় ঘটনা। ‘দিদির সুরক্ষা কবচ’-এ অভিযোগ জানাতে গিয়েছিলেন দত্তপুকুরের এক ব্যক্তি৷ কিন্তু অভিযোগ জানাতে এসে তৃণমূলের এক কর্মীর কাছে চড় খেতে হয় তাঁকে৷ স্থানীয় ওই বাসিন্দা যখন তৃণমূল কর্মীর হাতে মার খাচ্ছেন, তখন কাছেই ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ৷ রাজ্যের মন্ত্রী এই বিষয় নিয়ে জানিয়েছেন, তিনি ঘটনাস্থলের কাছাকাছি থাকলেও সাগরকে চড় খেতে তিনি দেখেননি। তাঁর দাবি, যা হয়েছে তা ‘ব্যক্তিগত সমস্যা’-র কারণে হয়েছে।