খারিজ হলো মুখ্যমন্ত্রীর আর্জি, বহাল রইল মামলা

সম্প্রতি এক অভিযোগ উঠেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। জাতীয় সঙ্গীত অবমাননা করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বম্বে হাইকোর্টে সেই মামলা খারিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আর্জি মানা হল না। বম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছেন, মামলা বহাল থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অস্বস্তি থেকেই গেল।

২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেও হঠাৎ কয়েকটি লাইন উচ্চারণের পর থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এর আগে এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট কোর্ট।

বিজেপি দাবি করেছে, জাতীয় সঙ্গীত মাঝপথে থামিয়ে ‘জয় মহারাষ্ট্র’ বলে উঠেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার জন্য দেশের জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। যদিও এই গোটা ঘটনার প্রেক্ষিতে মন্তব্য করে বিজেপিকেই পাল্টা একহাত নিয়েছিল তৃণমূল কংগ্রেস। দলের তরফ থেকে জানান হয়েছিল, মুখ্যমন্ত্রী ‘জন গণ’ গাননি। গানের শব্দ ধরে ভাবার্থ বিশ্লেষণ করে দেশের ঐক্য, ঐতিহ্য, সম্প্রীতি, সংহতির কথা তুলে ধরেছিলেন।