ফের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর!

এবছরই দুর্গাপুজোকে ইউনেস্কর পক্ষ থেকে দেওয়া হয়েছে হেরিটেজ তকমা। তাই বছর রাজ্যে টানা ১ মাস ধরে চলবে দুর্গোৎসব পালন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ১লা সেপ্টেম্বর হতে চলেছে রাজ্যজুড়ে বিশাল পদযাত্রা। সেই কারণে আগামী বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়েছে স্কুল, অফিস। এমনটাই সূত্র মারফত জানা গেছে।

সূত্রের খবর, স্কুল ছুটি হয়ে যাবে বেলা বারোটায়। এদিকে অফিস ছুটি বেলা ১টায়। ১লা সেপ্টেম্বর দুর্গা পুজার এই বিশাল পদযাত্রায় অংশ নেবেন লক্ষ লক্ষ মানুষ। পদযাত্রাটি হবে কালারফুল। এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন কালো ছাতা ব্যবহার করা যাবে না,করতে হবে রঙিন ছাতা। শুধু কলকাতায় নয়, রাজ্যের জেলায় জেলায় এই পদযাত্রাটি হবে।