দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে ‘মা আসছেন’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজা নিয়ে পুজো কমিটিগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার আগেই একবার পুজো কমিটির কর্ণধারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ২২ অগস্ট নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এই বৈঠকের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এইদিনই ঠিক হবে পূজা কমিটিদের ঠিক কত টাকা অনুদান দেওয়া হবে। গোটা রাজ্য জুড়ে প্রায় ৪৩ হাজার পুজো কমিটি রয়েছে।
বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগ, বিপর্যয় মোকাবিলা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।