এর আগে যা কখনো হয় তাই ঘটলো দেশে। এতো কম সময়ের মধ্যে এতবার মুখ্য মন্ত্রীর বদল এই প্রথমবার ঘটলো দেশে। মুখ্যমন্ত্রীর বারংবার বদল আগে কখনো হয়নি দেশে। চার মাসে দু’বার মুখ্যমন্ত্রী পরিবর্তন হল বিজেপি-শাসিত উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল পুষ্কর সিং ধামিকে। উত্তরাখণ্ডের ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমর এবং উত্তরাখণ্ড বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুশন্ত কুমার গৌতম। আগে থেকেই পুষ্করের নাম ভেসে আসছিল।
প্রসঙ্গত, চার মাস আগেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তিরথ সিং – এর পদত্যাগের পরেই প্রশ্ন উঠে গিয়েছিল, কে বসবেন রাজ্যের মসনদে। পুষ্কর সিং ধামি ছাড়া উঠে এসেছিল আরও কয়েকজনের নাম। শেষ পর্যন্ত পুষ্করকেই বেছে নিলেন বিজেপি নেতৃত্ব। গত মার্চের ত্রিবেন্দ্রের পরিবর্তে পাউরি গারোয়ালের সাংসদ তিরথকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিল বিজেপি।
এই মুহূর্তে উত্তরাখণ্ডের দুটি বিধানসভা কেন্দ্র ফাঁকা রয়েছে। কিন্তু দুটির কোনওটি থেকেই জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বিজেপি। আবার রাওয়াতের নিজের পছন্দের আসন পোড়ি গাড়ওয়াল আসনেও উপনির্বাচন চাইছিল না বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাছাড়া আগামী বছর উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনও রাওয়াতের নেতৃত্বে লড়তে চাইছিল না বিজেপি।