শান্তিপূর্ণ ভাবেই ভোট দিলেন মুখ্যমন্ত্রী

গতকাল পুরসভা ভোট সম্পন্ন হয়েছে কলকাতায়৷ প্রতিবারের মতো বেলা একটু গড়াতেই মিত্র ইনস্টিটিউশনে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোট দিলেন তিনি৷ ভোট দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন৷ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই উৎসবে সামিল হয়েছেন৷ শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।” পুরভোটে রিগিং ও ছাপ্পা ভোটের যে অভিযোগ বিরোধীরা সকাল থেকে তুলে আসছেন তা কার্যত উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, লড়াই করতে না পেরে ড্রামা করছে বিরোধীরা৷ 

এদিন বিকেল চারটে নাগাদ মিত্র ইনস্টিটিউশনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটে দিয়ে তিনি বলেন, ‘‘১৪৪টি ওয়ার্ডে ভোট হচ্ছে৷ যেখানে যাঁরা লড়াই করতে পারেনি, সেখানেই ড্রামা করছে৷ করতে দিন৷ দু’একটা বিষয়কে বড় করে দেখানোর চেষ্টা করছে৷’’ প্রসঙ্গত, এদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধীরা যদি অশান্তির ফুটেজ দিতে পারেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করবে দলও প্রশাসন৷’’

গতকাল দুপুর ৩টে পর্যন্ত কলকাতায় ৫২ শতাংশ ভোট পড়েছে৷ এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখনও পর্যন্ত টার্নওভার ভালো৷ চিন্তার কিছু নেই৷’’ পুরভোটে এই হার নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী৷ এদিন পুলিশকেও দরাজ সার্টিফিকেট দেন তিনি৷ বলেন, পুলিশ ভালোভাবেই দায়িত্ব পালন করেছে৷ ‘কলকাতা পুলিশই বেস্ট পুলিশ৷’ প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করাতে আদালতের দ্বারস্থ হয়েছিলে বিজেপি৷ কিন্তু তাঁদের আবেদন খারিজ হয়ে যায়৷ এদিকে কটাক্ষ করে সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘‘তৃণমূলের সামনে নির্লজ্জভাবে আত্মসমর্পণ করেছে পুলিশ ও কমিশন৷ ভোটের আগে আইওয়াশ করেছিল তৃণমূল৷’’