সামান্য একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন মুখ্যমন্ত্রী চালকের সক্ষমতার সাহায্যে এটি হলো। হঠাৎই মাঝ আকাশে তাঁর হেলিকপ্টারে ধাক্কা মারে একটি পাখি। আর তাতেই যান্ত্রিক গোলযোগ দেখা যায় মুখ্যমন্ত্রীর কপ্টারে। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তবে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে জরুরী অবতরণ করাতে সক্ষম হয়েছেন চালক। ফলে অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেছে বলে খবর। অন্যদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও কোনরকম ভাবে আঘাত পাননি বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।
মন্দির শহর বারানসীর প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে শনিবার এই শহরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শনিবার রাতে সেখানেরই একটি সার্কিট হাউসে তিনি রাত কাটান। এরপর রবিবার সকাল সকাল লখনউতে ফেরার জন্য চেপে বসেন হেলিকপ্টারে। কিন্তু হঠাৎই মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিকে ধাক্কা মারে একটি পাখি।
এর জেরে সাময়িকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কপ্টারের চালক। কিন্তু দ্রুত নিকটবর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে হেলিকপ্টারের জরুরি অবতরণ করে বিপদ এড়ানো যায়। এরপর মুখ্যমন্ত্রীর জন্য বারানসী থেকে আরও একটি হেলিকপ্টার আসে। আর সেই হেলিকপ্টারে করেই পুনরায় লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেন যোগী আদিত্যনাথ।
তবে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর কোনরকম আঘাত না লাগলেও দুর্ঘটনার কথা সামনে আসতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। এমনকি ববারানসী বিমানবন্দরেও রীতিমতো চাঞ্চল্য দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে।
কিন্তু প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের যৌথ উদ্যোগে বিমানবন্দর চত্বরের উদ্বেগজনক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে খবর। অন্যদিকে বারানসীর জেলা শাসক কুশল রাজ শর্মা এই ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যেই একটি সরকারি বিবৃতি দিয়ে ঘটনা প্রসঙ্গে শহর তথা রাজ্যবাসীকে পুরো বিষয়টি জানিয়েছেন বলে জানা যাচ্ছে।