লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে দুদিনের সফরে বিরোধী দলের বৈঠকে যোগ দিতে এদিন পাটনা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাটনায় পৌঁছেই লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লালু প্রসাদের পরিবারের হাতে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। বদলে বাংলার মুখ্যমন্ত্রীর হাতেও মধুবনী শিল্পের বিশেষ উপহার দেন লালু প্রসাদের পরিবার। জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমারের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে পটনার এই বৈঠক অ-বিজেপি শক্তিগুলির লড়াইয়ের রূপরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠক আয়োজনের ব্যাপারে নীতিশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও, বিরোধীদের একজোট করার ক্ষেত্রে তৃণমূলের বিশেষ ভূমিকা রয়েছে। একদিকে যেমন বিরোধী দলের নেতানেত্রীরা একে একে এসে পৌঁছে যাচ্ছেন তেমনই হাত গুটিয়ে বসে নেই বিজেপি নেতৃত্বও।