বহু জল্পনার পর অবশেষে মিলল সম্মতি, বিদেশ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়পত্র পেয়েছেন তরফে কেন্দ্রের। চলতি মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন এবং দুবাই সফর করবেন বলে।
আগামী ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রওনা হবেন স্পেনের উদ্দেশে। তারপর দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর। তাঁর সঙ্গে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও যাবে। ২০২১ সালে বিপুল ভোটে জয়ের পর তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছিলেন।
বাংলায় শিল্প আনা এবং তার প্রসার ঘটানোর যে চেষ্টা হচ্ছে এবং আগামী দিনে হবে তা জানিয়েছিলেন তিনি। তবে এর আগেও সিঙ্গাপুর এবং লন্ডনে এই ধরনের সফর করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাঝে তাঁর শিকাগো ও চিন সফরে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। যাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসাবে বর্ণনা করেছিল তৃণমূল।