উত্তরবঙ্গে খুশ মেজাজে মুখ্যমন্ত্রী

বেশ কিছু কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে ঠাসা কর্মসূচি। বুধবার দিন দুপুরে আলিপুরদুয়ারের আদিবাসী যুবক যুবতীদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছে। এই বিষয় নিয়ে উন্মাদনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এত বড় অনুষ্ঠান এর আগে হয়নি জেলায়। এই জেলা তো বটেই আসে পাশের জেলাগুলিতেও এত বড় অনুষ্ঠান হতে দেখা যায়নি।

বেলা বারোটার সময় মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার জেলার আদিবাসী যুবক যুবতীরা এই গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে সাজ সাজ রব পড়ে গিয়েছে। বিশাল আকারের তিনটি তাঁবু নির্মাণ করা হয়েছে, সেজে উঠেছে আলিপুরদুয়ার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। গণবিবাহ যোগদানকারী যুবক-যুবতীদের হতে নগদ ২৫ হাজার টাকা করে তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে সফর নিয়ে ব্যস্ততা তুঙ্গে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানে যোগদান করার পর মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর এর উদ্দেশ্যে রওনা হবেন, সেখান থেকে আজ বিকেলে তার বিমান করে কলকাতায় ফেরার কথা। গণ বিবাহের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কি বলেন সেদিকেই তাকিয়ে বাসিন্দারা।