বড় সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

কোভিডের দ্বিতীয় ধাক্কায় টলমল গোটা দেশ। এই পরিস্থিতিতে এর আগেও বহুবার তিনি প্রমাণ করেছেন করোনার ভয়ঙ্কর পরিস্থিতে সাধারণ মানুষের সাহায্যে তাদের পাশে তিনি আছেন। রাজ্যবাসীর সুবিধার্থে যা যা করার তিনি করবেন। আবারও তিনি বুঝিয়ে দিলেন আর্ত-পীড়িতদের জন্য তিনি সত্যিই আছেন। এবার কোভিড পরিস্থিতিতে দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে একাধিক বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘোষণাগুলির মধ্যে যেমন বিনামূল্যে রেশন বিলি রয়েছে, তেমনই রয়েছে স্বজনহারা পরিবারকে আর্থিক সাহায্যের কথা। আবার করোনায় মা-বাবাকে হারানো খুদেদের কথাও ভুলে যাননি কেজরিওয়াল। তাঁদের শিক্ষার বিষয়েও বড় ঘোষণা করলেন তিনি।

সেগুলো হল – এদিন দিল্লির মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত শিশুরা অতিমারীতে তাদের মা-বাবাকে হারিয়েছে তাদের শিক্ষার ভার নেবে দিল্লি সরকার। বিনা খরচে পড়াশোনা করবে তারা। শুধু তাই নয়, ২৫ বছর পর্যন্ত তাদের প্রত্যেককে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবে সরকার। শুধু মা-বাবা হারা শিশুরা নয়, করোনা পরিস্থিতিতে যে সমস্ত পরিবার প্রধান উপার্জনকারীকে হারিয়েছে, তাদেরও প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেবে দিল্লি সরকার। এছাড়াও কোভিড মৃতদের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা অর্থ সাহায্য করবে কেজরি সরকার। সরাসরি অর্থসাহায্য ছাড়াও দুঃস্থ পরিবারগুলিকে প্রতি মাসে ১০ কেজি করে রেশন দেওয়া হবে।