রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এক বছরের মধ্যে লক্ষাধিক পদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান এক বছরের মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার, অধ্যাপক, স্বাস্থ্যকর্মী—একাধিক ক্ষেত্র মিলিয়ে নিয়োগ করা হবে ১ লক্ষ ২৫ হাজার পদে। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন সারা রাজ্য তোলপাড়, সেই সময় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। একদিকে, রাজ্যজুড়ে বাড়ছে বেকারের সংখ্যা। পাশাপাশি চাকরি খুইয়েছেন বহু মানুষ।
সব মিলিয়েই রাজ্যের চাকরির বাজারে মন্দা দেখা দিয়েছে। অপরদিকে সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে এত বড় সংখ্যার পদে নিয়োগের কথা ঘোষণায় ওয়াকিবহাল মহল রাজনীতির গন্ধ পাচ্ছে।