বিগত বেশ কিছুদিন ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি। নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর। এরই মাঝে আবার গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। এই পরিস্থিতিতেই আজ অর্থাৎ সোমবার শিক্ষক দিবস৷ এই শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন তিনি বলেন, ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়গুলিতে ১০ হাজার অধ্যাপক নিয়োগ করা হয়েছে৷ আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ তবে চাকরি প্রসেস করতে সময় লাগে। সেই সঙ্গে তিনি আরও বলেন, একজন দোষ করেছে বলে সবাইকে ভুল বুঝবেন না৷ সবাই একটু ধৈর্য্য ধরুন, আপনাদের নিয়োগ হবে। ৮৯ হাজার সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়।
মুখ্যমন্ত্রী মমতার কথায়, কিছু ছেলেমেয়ে রাস্তায় বসেছিল৷ তাঁদের সঙ্গে দেখা করেছিলাম৷ তাঁদের চাকরি করে দেওয়ার কথাও বলেছিলাম৷ তৎকালীন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন এই সব প্রার্থীদের যোগ্য নম্বর নেই৷ তার পরেও চাকরি দিতে বলেছি৷
তিনি আরও বলেন, সঙ্গদোষে ভালো মানুষকেও খারাপ করে দেয়৷ একজন ব্যক্তি মানুষের সততা তাঁর নিজের উপর নির্ভর করে। কে কতটা লোভী হবে, সেটা একান্তই তাঁর উপর নির্ভর করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কে কত টাকার মালিক হবে, তার প্রতিযোগিতা করে কী হবে। টাকা আজ আছে কাল নেই থাকে না। কিন্তু আদর্শ থেকে যাবে।