বিধানসভা ভোটের ফল ঘোষণার এক মাসও হয়নি। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। ওই কেন্দ্র থেকে সাধারণত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন। এবারে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হয়েও জিততে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ছয় মাসের মধ্যে তাঁকে কোনও একটি কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে। কিন্তু এবার ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আজই পদত্যাগ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।
বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, এই আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক তথা কৃষি মন্ত্রী শোভনদেব জানিয়েছেন, নিজের ইচ্ছা এবং দলের নির্দেশেই তাঁর এই সিদ্ধান্ত। ২০২১ সালের বিধানসভা ভোটে নিকটতম BJP প্রার্থী রুদ্রনীল ঘোষকে প্রায় ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। তবে বিধায়ক হিসেবে শপথ নেওয়ার মাসখানেকের মধ্যেই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।