এইমুহুর্তের মাওআতঙ্ক খতিয়ে দেখতে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যে আবার বেড়েছে মাওআতঙ্ক। বিগত কদিনে বেশ কয়েকটি হুমকি চিঠিও পাওয়া গেছে। বাঁকুড়া ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি এলাকাতে নতুন করে মাওবাদী পোস্টার মিলেছে যা আতঙ্ক বাড়িয়েছে। যদিও রাজ্যের শাসক দল সেই দাবি মানতে রাজি নয়। স্থানীয় নেতা থেকে শুরু শীর্ষ নেতৃত্বের কথা অনুযায়ী, বিজেপি ত্রাস সৃষ্টি করতে চাইছে এইভাবে। কোথাও মাওবাদী নেই। কিন্তু সম্প্রতি আবার ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার জঙ্গলমহল এলাকায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। এতেই আরও হইচই। তাই সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর।

কিছুদিন আগেই মাওবাদী হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। জঙ্গলমহলে হাই অ্যালারট জারি করা হয়েছিল, নিরাপত্তারক্ষীদের ছুটিও বাতিল হয়ে গিয়েছে। চলতি মাসেই হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু মাওবাদী হামলার বিষয়টি সেইভাবে পাত্তা দেয়নি জঙ্গলমহলের তৃণমূল নেতৃত্ব। তবে এবার পরিস্থিতি খতিয়ে দেখতে খোদ উদ্যত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের জেলাশাসক জয়সি দাশগুপ্ত এবং পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষের কাছে মাওবাদী পরিস্থিতির বিষয়ে জানতে চেয়েও তিনি আশানুরুপ উত্তর পাননি। তাই নিজেই ঝাড়গ্রাম যাবেন বলে ঠিক করেছেন। তবে কবে এই সফর হবে তা এখনও পর্যন্ত ঠিক হয়নি।

প্রশাসনিক বৈঠকে মাওবাদী প্রসঙ্গ ওঠে। সেখানেই জঙ্গলমহলের পরিস্থিতি সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী। তিনি এও জানান, ঝাড়খণ্ড সীমানা এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থা করতে হবে, পাশাপাশি আত্মসমর্পণকারী মাওবাদীরা সরকারি সুবিধা পাচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখতে হবে। তবে ঝাড়গাম জেলা প্রশাসন এও দাবি করে বলে, ঝাড়খণ্ড থেকে এখানে কোনও মাওবাদী ঢুকেছে এমন কোনও তথ্যই তারা পায়নি এখনও।