বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বৃষ্টি যেন কিছুতেই থামতে চাইছেইনা। অনবরত বৃষ্টিতে বিপর্যস্ত বহু এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গ। বিগত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে একাধিক জায়গায় ধস পর্যন্ত নেমেছে। শেষ কয়েক দিনে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী। এই প্রেক্ষিতেই এবার বিপর্যস্ত উত্তরবঙ্গের পর্যবেক্ষণে পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই সপ্তাহের শেষেই উত্তরবঙ্গ সফর করবেন তিনি বলে সূত্রের খবর। শিলিগুড়ি-কার্শিয়ং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ অক্টোবর উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হবেন তিনি। ২৫ অক্টোবর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর ২৬ ও ২৭ অক্টোবর কার্শিয়ঙে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

পাহাড়-সমতল সহ উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ির বিভিন্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টির জেরে পাহাড়ের বহু জায়গায় ধস নেমেছে। ৫৫ ও ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় ধস নেমে যান চলাচলের ক্ষেত্রে বড়সড় সমস্যা তৈরি হয়েছে। এমনকী উত্তরবঙ্গের একাধিক সেতুতেও ফাটল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা ঘোরতর সমস্যার মধ্যে পড়েছেন। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মেকাবিলার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। জোরকদমে চলছে ধস সরানোর কাজ।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ধস সরিয়ে রাস্তা খোলার পরেও নতুন করে বেশ কিছু জায়গায় আবারো ধস নেমেছে এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে আবার শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তাতেও সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে পর্যটকদের একদিকে যেমন সমস্যা ঠিক তেমনই সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গের স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি রয়েছে বিদ্যুৎ এবং জলের সমস্যাও। উল্লেখ্য, পুজোতেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। যদিও সেটা তাঁর কোনও কাজের পরিপ্রেক্ষিতে সফর ছিল না বরং ব্যক্তিগতভাবে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সপরিবারে বেশ কয়েকদিন পাহাড়ে কাটান রাজ্যপাল এবং টয় ট্রেন চড়তে দেখা যায় তাঁকে।