মুখোমুখি হতে চলেছেন দিদি – নমো

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মুখোমুখি হতে চলেছেন মোদীর৷ নারদ-সংঘাতের আবহেই ভার্চুয়াল বৈঠকে মোদি-মমতা। এজেন্ডা- করোনা পরিস্থিতি৷ বৈঠকে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব। বৈঠকে অংশ নিয়েছেন আরও ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য এখনও পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে তা যেমন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন তেমনই রাজ্যের জন্য আরও টিকা এবং অক্সিজেন সরবরাহের দাবি জানাবেন৷ ভার্চুয়ালি সভা হলেও ভোট পরবর্তী মোদী-মমতার মুখোমুখি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সভার পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে কি না, সেদিকেই নজর থাকবে সব মহলের৷