স্বস্তি পেল মুখ্যমন্ত্রী, বাতিল হলো সমন

মিললো স্বস্তি, বাতিল হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া সমন। জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতে আপাতত স্বস্তি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট কোর্ট। মুম্বইয়ের এক বিশেষ আদালত সেই সমন খারিজ করেছে।

জানা গিয়েছে, যে সমন পাঠানো হয়েছিল তাতে কিছু ত্রুটি আছে। সমন পাঠানোর উপযুক্ত নিয়ম মানা হয়নি। আর সেই কারণেই এই সমন বাতিল করা হয়েছে। তবে বিশেষ বিচারক ম্যাজিস্ট্রেটকে মামলাটি ফের অভিযোগ যাচাইয়ের পর্যায় থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন। আসলে তৃণমূল নেত্রীকে আদালতে হাজির হওয়ার যে নির্দেশ ছিল সেই রায়ের পাল্টা মুম্বইয়ের দায়েরা আদালতে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। যদিও এই মামলার রায়দান আপাতত স্থগিত রেখেছিল মুম্বই আদালত। কিন্তু এখন সেই সমন বাতিল হল।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট পরিজনদের মুখোমুখি হন তিনি এবং আলোচনায় যোগ দেন। কিন্তু ওই অনুষ্ঠানেই মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেও হঠাৎ কয়েকটি লাইন উচ্চারণের পর থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।