বিদ্বেষ মূলক মন্তব্যের জেরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

ঘটনার সূত্রপাত বিতর্কিত মন্তব্যের জেরে, কিন্তু সেই মন্তব্যের জেরে উত্তপ্ত হয়েছে গোটা দেশ। বিজেপি নেত্রী নূপুর শর্মার ইসলাম বিরোধী যে মন্তব্য তা ঝড় তুলেছে দেশে, বিদেশে, সর্বত্র। বিরোধী দলগুলির মতোই বাংলার মুখ্যমন্ত্রী তার নিন্দা করেছেন। নবান্নের বৈঠক থেকে আরও একবার এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জাহির করলেন তিনি। এছাড়াও নূপুর শর্মা আগে বাংলাকে কী ভাবে অপমান করতে চেয়েছিল সেই কথাও মনে করিয়ে দেন মমতা। টেনে আনেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির কথা।

নূপুর এবং অন্য এক বিজেপি নেতা যে মন্তব্য করেছেন তার বিরোধিতা করে তাদের গ্রেফতারি চেয়েছেন মমতা। তিনি বলেন, কয়েকজন ভয়াবহ বিজেপি নেতা ঘৃণা ছড়ানোর জন্য যে মন্তব্য করেছেন তার তিনি নিন্দা করেন। সেই রেশ টেনেই নবান্ন থেকে মমতা বলেন, বিজেপি নেতারা শুধু বিদ্বেষ ছড়াতে চাইছে। তারা যে যে মন্তব্য করছে তা আসলে জঘন্য চক্রান্ত। কিন্তু বাংলায় সংহতি, সংস্কৃতি আছে, জানান মমতা। তবে নূপুর প্রসঙ্গে তিনি আরও জানান, একবার এই বিজেপি নেত্রীই বসিরহাট নিয়ে একটি ভুয়ো টুইট করেছিলেন। দাবি করেছিলেন, সেখানে নাকি কেউ কারোর শাড়ি ধরে টানছে। কিন্তু মমতা বলেন, পরে জানা যায় সেটি আসলে বাংলাদেশের ঘটনা।

এই ঘটনা প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী দাবি করে বলেন, সেই সময় অরুণ জেটলি তাঁকে অনুরোধ করেছিলেন নুপুরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিতে। তবে সেই তাঁর বিরুদ্ধে করা মামলা এখনও চলছে বলেই জানান মমতা। এদিন মমতা আরও বলেন, এইসব নেতারা যে অশান্তি তৈরি করছেন তা থেকে যদি বাঁচতে হয়, দেশকে বাঁচাতে হয় তাহলে এদের তিহার জেলে ভরতে হবে। কিন্তু বিজেপি এদের আশ্রয় দিচ্ছে বলেই দাবি করেছেন তিনি।