ক্ষতিগ্রস্ত পরিস্থিতির খতিয়ান করতে গিয়েই কেন্দ্র সরকারকেই দুষলেন মুখ্যমন্ত্রী। আজ বন্যা পরিস্থিতি দেখতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে পৌঁছে জলে নেমে বুঝলেন পরিস্থিতির গুরুত্ব। কথা বললেন বন্যাদুর্গতদের সঙ্গে। এলাকার পরিস্থিতি পরিদর্শন করে মমতা বলেন, ‘বারবার বলা সত্ত্বেও কেন্দ্র সরকার কিছুতেই ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন দিচ্ছে না। এই প্রজেক্ট তৈরি না হলে ঘাটালকে বাঁচানো যাবে না।’ পাশাপাশি তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সেচ মন্ত্রীর কাছে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন নিয়ে যারা মন্ত্রীর কাছে বিস্তারিত জানাবেন। ত্রাণও বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ দেব। ছিলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁদের সঙ্গে নিয়ে বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। শিবির পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন ঘাটালের তৃণমূল বিধায়ক, প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীর।সোমবার ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। গতরাতে ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্সে ছিলেন তিনি। টানা বৃষ্টির ফলে একাধিক ড্যাম থেকে জল ছাড়া হয়েছে। বৃষ্টির ফলে জল বেড়েছে নদীগুলিতেও। সেই জল ঢুকেছে ঘাটালের একাধিক গ্রামে। জলের তলায় ডুবে গিয়েছে অধিকাংশ গ্রাম। ঘাটাল পুরসভার অন্তর্গত ১৭ টি ওয়ার্ডে জমেছে জল। জমা জলে বাড়ছে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আতঙ্ক। এর পাশাপাশি দেখা দিচ্ছে পানীয় জলের তীব্র সঙ্কট।