বড়ো মাপে জয়ের পর নতুন মেয়রদের শপথের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বড়োসড়ো জয় মিললো রাজ্যে পুরসভা ভোটে তৃণমূলের৷ এই জয়ের পর অসম যাওয়ার আগে পুরবোর্ড গঠনের দিনক্ষণ ঘোষণা করে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২ টোর সময় দলের জয়ী প্রার্থীদের ডেকে মেয়রের নাম প্রস্তাব করা হবে৷ ওই দিনই দলের তরফে শপথ নেবেন নতুন মেয়র৷ পরে অফিসিয়ালি শপথ গ্রহণ করবেন তিনি৷ 

কলকাতা পুরভোটে নিরঙ্কুশ জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা। তার আগে কালিঘাটের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কামাখ্যা দর্শনে যাওয়ার আগেই পুরভোটে জয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনেও কলকাতা সারা দেশকে পথ দেখাবে।” এই ল্যান্ডস্লাইড ভিক্ট্রির পর শহরের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি বাম-কংগ্রেস, বিজেপিকে।

এদিন তিনি বলেন, ‘‘আমি মা-মাটি-মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ, মা মাটি মানুষ যত সমর্থন দেবে আরও বেশি মাথা নত করে, আরও বেশি কৃতজ্ঞতার সঙ্গে আরও বেশি করে কাজ হবে। এরপরেই তিনি বিরোধিতদের খোঁচা দিয়ে বলেন, বিরোধীরা কার্যত ধুয়ে মুছে সাফ। মানুষের রায়ে বিজেপি ভো-কাট্টা হয়ে গিয়েছে, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল, আর কংগ্রেস… দে আর দ্য স্যান্ডউইচ।’’