বদল হলো শিক্ষক নিয়োগের নিয়মে৷ এবার থেকে সংশ্লিষ্ট কলেজ নয়, শিক্ষাকর্মী নিয়োগ করবে কমিশন৷ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমেই শিক্ষাকর্মী নিয়োগ করা হবে৷ রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রায় ৫০০ কলেজে রয়েছে৷ এতদিন সংশ্লিষ্ট কলেজের পরিচালন কমিটি বা গভর্নিং বডি কলেজের শিক্ষাকর্মী নিয়োগ করত৷ কিন্তু এবার থেকে কলেজ সার্ভিস কমিশন মারফত কেন্দ্রীয়ভাবে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে৷ কমিশনের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর৷ নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার জন্যেই এই সিদ্ধান্ত বলে দাবি৷
প্রসঙ্গত, কলেজ সার্ভিস কমিশন একটি কেন্দ্রীয় সংস্থা৷ সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষক, লাইব্রেরিয়ান এবং প্রিন্সিপালদের নিয়োগ করে থাকে কমিশন৷ কিন্তু এতদিন শিক্ষাকর্মী নিয়োগের দায়িত্ব কলেজের হাতেই ছাড়া হয়েছিল৷ ২০১২ সালের কলেজ সার্ভিস কমিশন অ্যাক্টেই এই অধিকার দেওয়া হয়েছিল৷ বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়, উচ্চ শিক্ষা দফতরের অধীনে সমস্ত কলেজে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে কলেজ সার্ভিস কমিশন মারফত৷ এদিকে, করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও সেট পরীক্ষা নির্দিষ্ট সময়েই হবে। আগামী ৯ জানুয়ারি অধ্যাপকের যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট নেওয়া হবে। সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। সকাল সাড়ে নটার বদলে সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে৷