লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য।
নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে গত বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি সিন্হা। ভোটের আগেই তার রিপোর্ট জমা করারও নির্দেশ দেওয়া হয়। এর বিরোধিতা করেই ডিভিশন বেঞ্চে রাজ্য। আগামীকাল এই মামলার শুনানি।
প্রসঙ্গত, ভোটের আগেই নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ ওঠে। উলুবেড়িয়া-২ নম্বর ব্লকে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ ওঠে উলুবেড়িয়া-১ বিডিওর বিরুদ্ধে। তার বিরুদ্ধে কাশ্মীরা বিবি, ওমজা বিবির মনোনয়নপত্ৰ বিকৃত করার অভিযোগ উঠে আসে। বিচারপতির দেওয়া এই সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করেই এবার ডিভিশন বেঞ্চে রাজ্য।