শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কাজ চলছে তৎপরতার সাথে৷ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছে সিবিআই, তখন আচমকাই পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান৷ নিয়োগ বিতর্কের মাঝেই ইস্তফা৷ দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই সরে দাঁড়ালেন সিদ্ধার্থ মজুমদার৷ সূত্রের খবর এসএসসি চেয়ারম্যান পদে আইএএস-কে বসাতে চায় সরকার৷

ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই সিদ্ধার্থ মজুমদারকে এসএসসি’র চেয়ারম্যান করে আনা হয়েছিল৷ বুধবার সন্ধ্যায় আচমকাই পদত্যাগ করলেন তিনি৷ স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মনীশ জৈনের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন সিদ্ধার্থ৷ সূত্রের খবর, সরকার নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পদাধিকারীদের ঢেলে সাজাতে চায়৷ সরকারের শীর্ষ স্তর থেকে সেই ইঙ্গিত মিলেছে৷ তাঁর প্রতি অনাস্থা আন্দাজ করেই দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যে ইস্তফা দিলেন এসএসসি চেয়ারম্যান৷

তাৎপর্যপূর্ণ বিষয় হল, অঙ্কিতা অধিকারীর নিয়োগ দুর্নীতি মামলায় ভার্চুয়ালি হাইকোর্ট থেকে সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছিলেন বিচারপতি৷ অঙ্কিতার সম্পর্কে যাবতীয় তথ্য তিনি আদালতকে জানিয়েছিলেন৷ যার ভিত্তিতে একেবার স্পষ্ট হয়ে যায়, মামলাকারীর চেয়ে কম নম্বর পেয়েও চাকরি পেয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা৷ এর পরের দিনই তাঁর এই ইস্তফা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ৷