আবার তলব করা হতে পারে মার্লিন গ্রুপের চেয়ারম্যানকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে। তাঁর সংস্থার বিরুদ্ধে সিন্ডিকেটরাজ চালানোর অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সংস্থা।

আর এই সূত্রেই বারবার উঠে আসছে মার্লিন গ্রুপের নাম। কাকুর টাকা মার্লিন গ্রুপ নামের এক নির্মাণ সংস্থায় বিনিয়োগ করা হয়। ‘কালীঘাটের কাকু’র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল নির্মাণসংস্থা মার্লিন গ্রুপের। সুজয়কৃষ্ণের সংস্থা এসডি কন্সালটেন্সির দফতরে বহুবার বৈঠক করেন মার্লিন গ্রুপের কর্তারা।

তদন্তকারীরা আরও জানতে পারেন ওি দফতরে একাধিকবার আসেন খোদ সংস্থার চেয়ারম্যান সুশীল মোহতা’ও। বাজার দামের চেয়ে কয়েক গুণ বেশি দামে মার্লিন গ্রুপের বিভিন্ন প্রকল্পে অ্যালুমিনিয়ামের দ্রব্য, মূলত জানালার গ্রিল সরবরাহ করতো কালীঘাটের কাকুর সংস্থা।