তুলে নেওয়া হলো আরো এক বিজেপি নেতার কেন্দ্রীয় সুরক্ষা

বাবুল সুপ্রিয়র দল বদলে সরগরম রাজ্য রাজনীতি। তার এই সিদ্ধান্তের পর থেকেই বার বার প্রশ্ন উঠছে এবার কে? এই পরিস্থিতিতেই জল্পনা তুঙ্গে উঠল আরো। আচমকাই কেন্দ্রের তরফ থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল ও দুই নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাজ্য সরকারকে একটি চিঠির মাধ্যমে এই কথা জানানো হয়েছে। কেন্দ্র যাদের নিরাপত্তা প্রত্যাহার করল, তাঁদের মধ্যে রয়েছেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। এছাড়াও ওই তালিকায় রয়েছে একুশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নাম। একুশে নির্বচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের গেরুয়া শিবিরের পরিস্থিতি সঙ্গিন। একের পর এক নেতার দল বদল করেছে গেরুয়া শিবির থেকে রাজ্যের শাসক শিবিরে। এছাড়াও এখনও অনেক বিজেপি বিধায়ক আর সাংসদ তৃণমূলে যাওয়ার জন্য মুখিয়ে আছে বলে দাবি ঘাসফুল শিবিরের।

বিগত কয়েকদিন দিন্দাকে ভবানীপুরে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়েও প্রচার করতে দেখা গিয়েছিল। তাহলে এমন কী হল যে, তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হল? এই নিয়েই রাজ্য রাজনীতিতে চলছে তুমুল চর্চা। পাশাপাশি অশোক দিন্দার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনাও রটেছে। চারিদিকে নানান জল্পনা ছড়ানোর পর অবশেষে মুখ খুললেন ক্রিকেটার থেকে জননেতা হওয়া বিধায়ক অশোক দিন্দা। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ওনাকে নিয়ে বাজারে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, ওনার নিরাপত্তা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো।