আসন্ন ভোটকে কেন্দ্র কেন্দ্র সরকারের তরফে এক সিদ্ধান্ত নেওয়া হলো। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল তারা। বিষয় হল, সামনেই গুজরাটে ভোট। তার আগে এই সিদ্ধান্ত ভোট টেনে নেওয়ার জন্যই বলে দাবি করছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, সিএএ কার্যকর হয়নি, তাই এই সিদ্ধান্ত বেআইনি।
গুজরাতের মেহসানা ও আনন্দ জেলায় বসবাসকারী অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, ‘নাগরিকত্ব আইন, ১৯৫৫’-এর আওতায় এই পদক্ষেপ করেছে কেন্দ্র। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্ট শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করবে তারা। সিএএ-র প্রয়োগ না করে কিছুটা ‘নাক ঘুরিয়ে’ এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা আপত্তি তুলতে শুরু করেছে। দাবি করা হচ্ছে, রাজ্যের সেতু বিপর্যয় থেকে নজর ঘোরাতে এটা নির্বাচনী চমক। এই সিদ্ধান্ত ভাঁওতাবাজি বলেও কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে জানান হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার মনে করে, যাঁরা ভোট দিয়ে এদেশের সরকার নির্বাচিত করে, তাঁরা সকলেই নাগরিক। অন্যদিকে, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি, সিএএ প্রয়োগ শুরু হল এইভাবে। বাংলাতেও এই সিদ্ধান্ত নেওয়া হবে তাড়াতাড়ি।