প্রস্তুতি চলছে জোর কদমে, আগামী বছরের মধ্যেই বদলে যাবে নিয়ম। নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার প্রস্তাব। সংসদের বাদল অধিবেশনে নয়া বিল আনছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। পাস হলেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় আর রাখা হবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই নয়া বিল পাস করানোর উদ্যোগ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রস্তাব রয়েছে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত একজন মন্ত্রী।
কমিটির বৈঠক ডাকবেন প্রধানমন্ত্রীই। সেখান থেকে নাম যাবে রাষ্ট্রপতির কাছে। তিনিই নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। দেশের সর্বোচ্চ আদালতের সঙ্গে কেন্দ্রীয় সরকার সরাসরি সংঘাতের পথে হাঁটছে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের । তবে তৃণমূলনেত্রী এই বিলের জোরদার বিরোধিতা করবেন।