করোনা পরিস্থিতিকে সামাল দিতে অভিনব উদ্যোগ কেন্দ্র সকারের

গত এক বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা। গত বছরের থেকে চলতি বছরে আরও বেশি করে জাকিয়ে বসেছে দেশে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক আকার ধারণ করেছিল দেশে। চারিদিকে হাহাকার চিত্র দেখা দিয়েছিল। এমনকি হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের সঙ্কটও দেখা গেছে। চারিদিকে শুধু স্বজন হারানোর চিৎকার। এই পরিস্থিতি সামাল দিতে এবার নয়া উদ্যোগ নিল কেন্দ্র সরকার। এবার কেন্দ্র সরকার ১০০ টি বেড বিশিষ্ট ৫০টি ইনোভেটিভ মডিউলার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে যেসব হাসপাতাল রয়েছে সেগুলির অংশ হিসেবেই তৈরি হবে নয়া প্রযুক্তি সম্পন্ন মডিউলার হাসপাতলগুলি। বিশিষ্ট হাসপাতাল নির্মিত হবে বেঙ্গালুরুতে।

হাসপাতালগুলি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যাবে। প্রায় ২৫ বছর পর্যন্ত এই মডিউলার হাসপাতালগুলি স্থায়ী থাকতে পারবে। কেন্দ্রীয় সরকার প্রায় ৩ কোটি টাকা খরচ করে ১০০ টি বেড বিশিষ্ট ৫০টি ইনোভেটিভ মডিউলার হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মাত্র ৩ সপ্তাহের মধ্যেই মডিউলার হাসপাতাল তৈরির কাজ শেষ হবে বলে জানা গেছে। শুধু তাই নয়, ৬ – ৭ সপ্তাহের মধ্যে মডিউলার হাসপাতালগুলিতে পরিষেবাও শুরু হয়ে যাবে বলে জানা গেছে।