গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র। প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানো হচ্ছে। আজ বুধবার মেদিনীপুরের কর্মিসভা থেকে মোদি সরকারকে এভাবেই তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের কর্মীসভা থেকে মমতা জানান, কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে ৯২ হাজার কোটি টাকা। মোদি সরকার সেটা দেওয়ার নামও করছে না। উল্টে বন্ধ করেছে আইসিডিএস-এর টাকা। একদিকে যেমন পেট্রোপণ্যের অগ্নিমূল্য, অন্যদিকে রাজ্যের পাওনা আটকে রাখা থেকে শুরু করে, ১০০দিনের কাজের টাকা না দেওয়া-সব বিষয় নিয়েই বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। তাই মানুষ পাশে থাকলে তাঁরা দিল্লি জয় করবেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ্য, মেদিনীপুরের আজকের সভায় উপস্থিত ছিলেন সাংসদ দীপক অধিকারী -দেব, জুন মালিয়া, মানস ভুঁইয়া-সহ অন্যান্যরা।