আশ্রয়হীনদের টিকাকরণের নির্দেশ দিলো কেন্দ্র

করোনার দ্বিতীয় ঢেউ সবে সামলে উঠতে না উঠতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা চারদিকে। আগামী কয়েক মাসের মধ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই সময় থাকতে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যত দ্রুত সম্ভব টিকাকরণ সেরে ফেলার পরামর্শ দিয়েছেন সকলেই। সেই পরামর্শ মেনেই এ বার আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণকে প্রাধান্য দিতে হবে।

এ নিয়ে কোনও রকম সমস্যা দেখা দিলে, কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগে জানানোর কথা বলা হয়েছে, যাতে স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় আশ্রয়হীন, ভবঘুরে এবং ভিক্ষুকদের সার্বিক টিকাকরণের আওতায় আনা যায়। এ ক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। রাজ্য সরকারকেই উদ্যোগী হতে হবে এই কাজে।