বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুর নিয়োগ দুর্নীতির জেরে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা।
তোলপাড় রাজ্য-রাজনীতি। জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির জন্যই ফিরহাদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দিয়েছে। বিশাল পরিমাণে সিআরপিএফ জওয়ান মজুত করা হয়েছে। বাইরে থেকে কাউকেই বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।
প্রসঙ্গত গত ৫ তারিখেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। ২০ ঘন্টা পর তল্লাশি শেষ হয় তাদের। উল্লেখ্য, খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও সেদিন মোট ১২টি জায়গায় তল্লাশি চালায় ইডি। বিভিন্ন পুরসভার চেয়ারপার্সন ও পুরসভার আধিকারিকদের বাড়িতেও চিরুনি তল্লাশি চলে।