খারিজ হলো মামলা, অবশেষে অনুমতি দিল সর্বোচ্চ আদালত

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিলো পথ সম্প্রসারণের কাজ, খারিজ হলো মামলা। অবশেষে জোকা–বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।

জনস্বার্থ মামলা খারিজ করে মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চ। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরিবেশমন্ত্রকের অনুমতি ছাড়া নতুন করে কোনও গাছ কাটা যাবে না। কোনো গাছ অন্যত্র স্থানান্তরও করা যাবে না।

প্রসঙ্গত, মোমিনপুর থেকে ধর্মতলা—মেট্রো রেলপথ নির্মাণের জন্য ময়দান এলাকায় নির্বিচারে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রেল বিকাশ নিগম লিমিটেডের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুলে দায়ের হয় মামলা।